Welcome To HilFul-Fuzul

আমাদের উদ্দেশ্য ও কার্যক্রম

কুরআন শিক্ষার আসর
কুরআন মাজীদ বিতরণ
সালাতের প্রশিক্ষণ
হত-দরিদ্রকে সাহায্য
জনকল্যাণমূলক কাজ
দ্বীনের দাওয়াত
অরাজনৈতিক ও অলাভজনক

হিলফুল ফুজুল উম্মুক্ত লাইব্রেরি

এখানে শুধু মাত্র ইসলামি বইসমূহ পাওয়া যাবে। বিনামূল্যে, আপনি আপনার নাম, ঠিকানা রেজিস্ট্রার করে একবারে শুধু একটি বই গ্রহণ করতে পারবেন। সেটা পড়া শেষ হলে, তা জমা দিয়ে পছন্দ মত অন্য একটি বই গ্রহণ করতে পারবেন। বিঃদ্রঃ- এখানে বই বিক্রি করা হয় না এবং কাউকে বইয়ের মালিকানা হস্তান্তর করা হয় না। লাইব্রেরির সকল বইয়ের একছত্র মালিকানা "হিলফুল ফুজুল সংগঠন"।

হিলফুল-ফুজুল । শান্তি সংঘ

একটি অরাজনৈতিক, অলাভজনক ও জন-কল্যাণমূলক স্বেচ্ছাসেবী সংগঠন
  • সংগঠনের কার্যক্রম

    ✔️ ইসলাম ও কুরআনের আলো ছড়িয়ে দেওয়া এবং মানুষকে আল্লাহর পথে আহবান করা এই সংগঠনের মূল কাজ । ✔️ আমাদের দৈনন্দিন উপার্জন থেকে সামান্য কিছু অংশ, মহান আল্লাহর মনোনীত দ্বীন ইসলামের পথে ব্যয়ের মাধ্যমে আখিরাতের সম্বল সঞ্চয় করা। ““হে মুমিনগণ, তোমরা দান কর আমি যা তোমাদেরকে দিয়েছি তা থেকে সেদিন আসার পূর্বেই, যেদিন বেচাকেনা, বন্ধুত্ব এবং কোন সুপারিশ চলবে না।” - আল বাকারা: ২৫৪ । ✔️ যে সকল নারী ও পুরুষ (যে কোন বয়সের) পবিত্র কুরআন মাজীদ পড়তে এবং সহীহ শুদ্ধভাবে সালাত আদায় করতে সক্ষম না। কিন্তু ইচ্ছুক, তাদের সম্পূর্ণ বিনামূল্যে আরবি শিক্ষাদান এবং সালাতের প্রশিক্ষণ দেওয়া। ✔️ সম্পূর্ণ ভাবে কুরআন মাজীদ পড়তে সক্ষম হওয়া শিক্ষার্থী ও আগ্রহী অন্যদের মাঝে কোরআন মাজীদ উপহার দেওয়া। ✔️ হত দরিদ্র অর্থাৎ সাহায্য পাওয়ার যোগ্য বা সাহায্য নিতে ইচ্ছুক, এমন ব্যক্তি বা পরিবারকে সংগঠনের সামর্থ অনুযায়ী প্রয়োজনীয় সহায়তা করা। ✔️ সংগঠনের সামর্থ অনুযায়ী ইসলামিক ও জন-কল্যানমূলক কার্যক্রম সম্পাদনের চেষ্টা করা।'.

  • সংগঠনের মূলনীতি

    ✔️ এটি একটি অরাজনৈতিক, অলাভজনক এবং স্বেচ্ছাসেবী জন-কল্যাণমূলক সংগঠন । ✔️ কোরআন, সুন্নাহ ও দেশের প্রচলিত আইন অনুযায়ী সংগঠনের সকল কার্যক্রম পরিচালনা করা হবে। ✔️ সংগঠনের কার্যক্রম পরিচালনার জন্য সদস্য এবং দাতা সদস্যগণ যে অর্থ প্রদান করবে তা সম্পূর্ণ ফী-সাবীলিল্লাহ হিসেবে গণ্য হবে। যা সম্পূর্ণ অফেরতযোগ্য। “নিশ্চয়ই আল্লাহ মুমিনদের জান ও মাল খরিদ করে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। -আত তাওবা: ১১১ | ✔️ সংগঠন যে কোন রাজনৈতিক মতামত বা কার্যকলাপ থেকে সর্বদা মুক্ত থাকবে এবং কোন সদস্যর ব্যক্তিগত রাজনৈতিক মতবাদের দায়ভার সংগঠন বহন করবে না।

  • সদস্য হওয়ার যোগ্যতা

    ✔️ যে কোন দেশের বৈধ নাগরিক নিম্নে বর্ণিত শর্তে এ সংগঠনের সদস্য হতে পারবেন। ✔️ পাঁচ ওয়াক্ত সালাত আদায় করতে হবে (না পড়লে সদস্যপদ বাতিল হতে পারে) । ✔️ ইসলামের মৌলিক জ্ঞান থাকতে হবে (না থাকলে অর্জন করতে হবে) । ✔️ কোরআন ও সুন্নাহর আইন ও অনুশাসনের প্রতি গুরুত্বশীল হতে হবে। ✔️ দৈনন্দিন প্রতিটি কাজ-কর্ম কোরআন ও সুন্নাহ অনুযায়ী করতে হবে। “নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে ইনসাফ এবং সদাচরণের নির্দেশ দিচ্ছেন” -আন- নাহাল: ৯০” । ✔️ উন্নত নৈতিক সৎ চরিত্রের অধিকারী হতে হবে । ✔️ সুস্থ্য মস্তিষ্কের অধিকারী হতে হবে (পাগল ও উম্মাদ নহে)। ✔️ সংগঠন ও সংগঠনের কার্যক্রমের প্রতি সর্বদা শ্রদ্ধাশীল থাকতে হবে। ✔️ নির্ধারিত মাসিক ফি নির্দিষ্ট সময়ে পৌঁছে দিতে হবে।

  • ইচ্ছা হলে

    ইচ্ছা হলে, আপনার সামর্থ্য অনুযায়ী অর্থ দিয়ে, সহযোগিতার মাধ্যমে আমাদের কার্যক্রমকে আরো বেগবান করতে হাত বাড়িয়ে দিতে পারেন। ✔️ “এবং তোমরা আল্লাহর পথে সংগ্রাম কর তোমদের মাল ও জান দিয়ে।”- আসসাফ: ১১ . ✔️ “এবং তোমরা অর্থ দান কর আল্লাহর পথে।” - আল বারাকাহ: ১৯৫ . ✔️ “যারা সচ্ছল অবস্থায় ও অসচ্ছল অবস্থায় দান করে, যারা ক্রোধ নিয়ন্ত্রণ করে এবং যারা মানুষকে ক্ষমা করে।” -আল ইমরান : ১৩৪. ✔️ “তোমরা কিছুতেই প্রকৃত কল্যাণ লাভ করতে পারবে না যে পর্যন্ত না তোমাদের প্রিয় বস্তুগুলোকে আল্লাহর ব্যয় করবে।” - আলে ইমরান: ৯২. ✔️“প্রকৃত মুমিন তারাই যাদের অন্তর আল্লাহর কথা উল্লেখ করলে কেঁপে ওঠে, আল্লাহর আয়াত যখন পড়া হয় তাদের ঈমান বৃদ্ধি পায়, তার তাদের রবের ওপর আস্থা ও নির্ভরতা রাখে, সালাত কায়েম করে এবং তাদেরকে যেই ধন-সম্পদ দিয়েছি, তা থেকে দান করে। এরাই সত্যকার মুমিন। তাদের জন্য তাদের রবের নিকট রয়েছে উচ্চ মর্যাদা, অপরাধের ক্ষমা এবং উত্তম রিযিক।” - আল আনফাল: ২

    06

    কমপ্লিট ব্যাচ

    01

    চলমান ব্যাচ

    350

    বই বিতরণ

    10522

    কৃতজ্ঞতা

    পোর্টপোলিও

    সংগঠনের সকল আপডেট খবর জানতে নিচের বাটন এ ক্লিক করুন

    কমিটির একাংশ

    *

    *

    মোঃ রেজাউল করিম
    সভাপতি

    *

    মোঃ আহসান হাবিব (প্রান্ত)
    সাংগঠনিক সম্পাদক

    *

    মোঃ জাকারিয়া ইসলাম
    বাইতুল মাল

    *

    মোঃ রাকিবুল হাসান নয়ন
    সাধারণ সম্পাদক

    *

    আখিনুর জামান রজব
    যুগ্র সাংগঠনিক সম্পাদক

    *

    আরও দেখতে
    ক্লিক করুন

    যদি আপনি ইচ্ছুক হন !

    আপনি চাইলে এই সংগঠনের মাধ্যমে, আপনার দৈনন্দিন আল্লাহ প্রদত্ত রিজিক থেকে সামান্য কিছু অংশ মহান আল্লাহর পথে ব্যয় করতে পারেন

    Name*


    Message*


    যোগাযোগ করুন

    এক কালীন সহায়তা অথবা এই সংগঠনের সদস্য বা দাতা সদস্য পদ লাভের জন্য, সরাসরি নিম্ন লিখিত ঠিকানায় অথবা মোবাইলে বা ই-মেইল করতে পারেন ।

    • ধবলগুড়ি, সরকারেরহাট, পাটগ্রাম, লালমনিরহাট, বাংলাদেশ
    • +88 01771583880 | 01928966123
    • hilfulfuzul112017@gmail.com
    • www.hilfulfuzul17.blogspot.com

    Pages