সংগঠনের উদ্দেশ্য ও কার্যক্রম

 
হিলফুল-ফুজুল

1. ইসলাম ও কোরআনের আলো ছড়িয়ে দেওয়া এবং মানুষকে আল্লাহর পথে আহবান করা এই সংগঠনের মূল কাজ । 
2. আমাদের দৈনন্দিন উপার্জন থেকে সামান্য কিছু অংশ, মহান আল্লাহর মনোনীত দ্বীন ইসলামের পথে ব্যয়ের মাধ্যমে আখিরাতের সম্বল সঞ্চয় করা। “হে মুমিনগণ, তোমরা দান কর আমি যা তোমাদেরকে দিয়েছি তা থেকে সেদিন আসার পূর্বেই, যেদিন বেচাকেনা, বন্ধুত্ব এবং কোন সুপারিশ চলবে না।” - আল বাকারা: ২৫৪ । 
3. যে সকল নারী ও পুরুষ (যে কোন বয়সের) পবিত্র কোরআন মাজীদ পড়তে এবং সহীহ শুদ্ধভাবে সালাত আদায় করতে সক্ষম না। কিন্তু ইচ্ছুক, তাদের সম্পূর্ণ বিনামূল্যে আরবি শিক্ষাদান এবং সালাতের প্রশিক্ষণ দেওয়া। 
4. সম্পূর্ণ ভাবে কোরআন মাজীদ পড়তে সক্ষম হওয়া শিক্ষার্থী ও আগ্রহী অন্যদের মাঝে কোরআন মাজীদ উপহার দেওয়া। 
5. হত দরিদ্র অর্থাৎ সাহায্য পাওয়ার যোগ্য বা সাহায্য নিতে ইচ্ছুক, এমন ব্যক্তি বা পরিবারকে সংগঠনের সামর্থ অনুযায়ী প্রয়োজনীয় সহায়তা করা। 
6. সংগঠনের সামর্থ অনুযায়ী ইসলামিক ও জন-কল্যানমূলক কার্যক্রম সম্পাদনের চেষ্টা করা।'.

No comments:

Post a Comment

Pages