"কোরআন শিক্ষার আসর" প্রকল্পের ১ম ব্যাচ | ধবলগুড়ি, জনতার বাজার

 এই সংগঠনের "কোরআন শিক্ষার আসর"  প্রকল্পের ১ম ব্যাচ চালু হয়েছিল ধবলগুড়ি, জনতার বাজার ওয়াক্তিয়া নামাজ ঘরে। 

 

কোরআন শিক্ষার আসর"  প্রকল্পের ১ম ব্যাচ | ধবলগুড়ি, জনতার বাজার



আমরা মুসলিমরা পৃথিবীর সবচেয়ে বেশি ধর্মভীরু জাতি। পৃথিবীর সবচেয়ে বেশি যে ধর্মের চর্চা হয় তা হলো ইসলাম। এই লক্ষে আমরা অর্থাৎ হিলফুল ফুজুল সংগঠনের সদস্যরা একটা বিষয় উপলব্দি করলাম যে আমাদের সমাজে ধর্ম চর্চায় বা পবিত্র কোরআন মাজীদ পড়তে নারীদের তুলনায় পুরুষরা ঢের পিছিয়ে। তাই আমরা "কোরআন শিক্ষার আসর" নামে একটি প্রকল্প চালু করলাম। যেখানে যেকোনো বয়সের পুরুষ সম্পূর্ণ বিনামূল্যে পবিত্র কোরান মাজীদ শিক্ষা গ্রহণ করতে পারবে। প্রথম ব্যাচ ০১.১২.২০১৭ ইং এ আমাদের গ্রামের প্রাণকেন্দ্র জনতার বাজার ওয়াক্তিয়া নামাজ ঘরে। এই উদ্দ্যেশে পোস্টার, ব্যানার এবং পুরো গ্রাম মাইকিং করেছিলাম, এবং প্রত্যেক দোকানদার ভাইদের সরাসরি দাওয়াত দিয়েছিলাম। উদ্বোধনের দিন থেকে শুরু করে ৩-৪ জন পড়তে আসলেও পরবর্তীতে দীর্ঘ একমাস আমরা এই ব্যাচ ধরে রেখেছিলাম কিন্তু কেউ আসেনি। তাতে আমি আর জসিম অনেকটা ভেঙে পড়েছিলাম কিন্তু আশা ছাড়িনি। আমাদের বিশ্বাস ছিল আল্লাহ হয়তো আমাদের পরীক্ষা করছে যে আমরা লক্ষ্য থেকে সরে যাই কি না।  নিজ এলাকায় যখন সফল হলাম না তখন অন্য এলাকা নিয়ে ভাবতে শুরু করলাম তারপর এক শুক্রবার আমি, জসিম, তামজীদ, প্রান্ত ও হাসানুর মিলে মুসলিম পাড়া মসজিদে গেলাম এবং ঈমাম ও মুসল্লিদের সাথে আলোচনা করলাম।  তার পরের সপ্তাহে ২য় ব্যাচ চালু করেছিলাম। সবশেষে একটা জিনিস ঠিক বুঝতে পারছিলাম যে, আমাদের সমাজের পুরুষদের কোরআন শিক্ষা বা ধর্ম শিক্ষা দেয়া, তেল মাখা কলা গাছে ওঠার মতো কাজ।


কোরআন শিক্ষার আসর ২য় ব্যাচ সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

No comments:

Post a Comment

Pages